
রাজধানীর বনানী এলাকায় ৯ বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. আল আমিন (২১)–কে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে ঢাকার মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনার বিবরণ:
গত রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় বনানীর মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে পথশিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পেয়ে বনানী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (One Stop Crisis Centre)-তে ভর্তি করায়।
ভিকটিমের মা বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে বনানী থানার একটি বিশেষ টিম তদন্তে নামে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে শনাক্ত করে।
আল আমিনকে বনানী থানাধীন মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে মহাখালী বাস টার্মিনাল এলাকায় ভাসমান জীবন যাপন করছিল এবং বিভিন্ন গণপরিবহনে হেলপার হিসেবে কাজ করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জিজ্ঞাসাবাদে আল আমিন নিজেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
আইনি ব্যবস্থা:
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।