আওয়ামী লীগ ফ্যাসিবাদ এ দেশে টিকবে না: সালাহউদ্দিন আহমেদ

আওয়ামী লীগ ফ্যাসিবাদ এ দেশে টিকবে না: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। এ দেশে আওয়ামী লীগের নামে রাজনীতি চলতে পারে না, তাদের রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে।”

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৪ বছরের মাথায় শেখ মুজিব গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেন। তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রীকে তিনি ‘ডাবল ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করেন।

সালাহউদ্দিন বলেন, “দেশে ফ্যাসিবাদ আর ফিরুক, তা জনগণ চায় না। যারা গণতান্ত্রিক শক্তির ভেতরে বিভাজন তৈরি করছে, তারা ফ্যাসিবাদের পথে সেতুবন্ধন তৈরি করছে।” তিনি আরও বলেন, “মাত্র ৩৬ দিনেই কোনো ফ্যাসিবাদী সরকারকে সরানো সম্ভব নয়। এর জন্য চলমান আন্দোলন অব্যাহত রাখতে হবে।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, “আমরা ১২ ফেব্রুয়ারি খসড়া দিয়েছি, পরে রিফাইন্ড ভার্সনও দিয়েছি। তবে কাজ চলছে অনেক ধীরে। ৫ আগস্টের মধ্যে চূড়ান্ত ঘোষণা দিতে হবে।”

সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহিংসতা নিয়ে প্রশাসন নীরব। মিটফোর্ডে আমাদের শীর্ষ নেতাকে নিয়ে যেভাবে স্লোগান দেওয়া হয়েছে, তাতে ছাত্রদল জবাব দেবে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ বিএনপি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *