‘দলের ভালো চাই, পদে থাকা চাই না’ — কোচ সালাহউদ্দিনের প্রতিক্রিয়া অভিযোগের বিষয়ে

‘দলের ভালো চাই, পদে থাকা চাই না’ — কোচ সালাহউদ্দিনের প্রতিক্রিয়া অভিযোগের বিষয়ে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে বলে জানা গেছে। দলের একাদশ নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং পারফরম্যান্সে তার ভূমিকা নিয়ে বিসিবিতে অভিযোগ জমা পড়েছে বলেও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তবে এইসব অভিযোগের প্রেক্ষিতে সালাহউদ্দিন মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “অভিযোগ করলেই হবে না, প্রমাণ দিতে হবে। আমি ভালো কোচ নাও হতে পারি, তবে প্রমাণ ছাড়া লেখা উচিত নয়।”

সালাহউদ্দিন জানান, তিনি নিজের ইচ্ছায় জাতীয় দলে আসেননি এবং চাইলে যেকোনো পর্যায়ে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, “আমাকে যদি অনূর্ধ্ব-১৩ দলে কোচিং করতেও বলা হয়, আমি করবো। আমি জানি, জাতীয় দল কারো বাবার সম্পত্তি না। সৎভাবে শতভাগ চেষ্টা করছি — সেটাই আসল বিষয়।”

সম্প্রতি জাকের আলীর বদলে নাঈম শেখকে খেলানো নিয়েও তার সমালোচনা হয়। এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, “আমাদের হাতে অপশন খুবই সীমিত। নির্বাচকরা যেসব খেলোয়াড় দেন, তাদের নিয়েই পরিকল্পনা করতে হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *