
নাটোর জেলার সিংড়া ও বাগাতিপাড়া উপজেলায় সড়ক সম্প্রসারণ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
টিম সিংড়ার রাতাল বিয়াস এবং বাগাতিপাড়ার তমালতলা-আড়ানি সড়কের সম্প্রসারণ কাজ পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, সড়ক দুটির কাজ যথাক্রমে ১০% ও ২০% সম্পন্ন হলেও সেখানে প্রকল্প অনুযায়ী দূরবর্তী স্থান থেকে মাটি আনার পরিবর্তে সড়কের পাশ থেকেই মাটি কেটে ব্যবহার করা হচ্ছে।
অভিযানে সংশ্লিষ্ট নির্মাণকাজের বিভিন্ন নথিপত্র ও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে কমিশনের নিকট একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।