সামাজিক উন্নয়নে সাক্ষরতার ভূমিকা নিয়ে হবিগঞ্জে মতবিনিময় সভা

সামাজিক উন্নয়নে সাক্ষরতার ভূমিকা নিয়ে হবিগঞ্জে মতবিনিময় সভা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সাক্ষরতা উন্নয়ন সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এক দিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা উল্লেখ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সামর্থ্য বিকাশে সঠিকভাবে সাক্ষরতা অর্জন জরুরি। পাশাপাশি, সমাজের পিছিয়ে পড়া অংশকে সাক্ষর করে গড়ে তোলায় তারা জীবনে এগিয়ে যাবে, যা সামাজিক বৈষম্য কমাতে সহায়ক হবে।
অধ্যাপক রায় পোদ্দার আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা ও গণিত শিক্ষাকে আরো গুরুত্ব দিতে হবে। গণিতে ভালো ধারণা থাকলে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হয়ে পড়তে পারবে।

সভায় হবিগঞ্জ ও হাওর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে তার সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। তিনি বলেন, “অনেকে ভাবেন সমস্যা সমাধান কঠিন, কিন্তু সঠিক পরিকল্পনা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এসব সমস্যা সহজেই সমাধানযোগ্য।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান সভাপতিত্ব করেন। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান ও সিলেট বিভাগের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *