১৪ জুলাই শহিদ নারীদের স্মরণে চলচ্চিত্র, গান ও ড্রোন শো দিয়ে উদযাপিত হবে জুলাই উইমেন্স ডে

১৪ জুলাই শহিদ নারীদের স্মরণে চলচ্চিত্র, গান ও ড্রোন শো দিয়ে উদযাপিত হবে জুলাই উইমেন্স ডে

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামীকাল ১৪ জুলাই সোমবার ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই বিশেষ দিনটির মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সন্ধ্যা ৬টায়, যেখানে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, গান এবং ড্রোন শো।

অনুষ্ঠানটি শুরু হবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত শহিদ নারীদের উপর টিভিসি প্রদর্শিত হবে।

প্রদর্শিত চলচ্চিত্রসমূহের মধ্যে থাকবে:

  • ‘You Failed to Kill Abrar Fahad’
  • ‘জুলাই ওমেন’
  • ‘জুলাই বিষাদ সিন্ধু’

এছাড়া থাকবে জুলাই শহিদ পরিবারের নারী সদস্য ও নারী যোদ্ধাদের স্মৃতিচারণ।

সাংগীতিক পরিবেশনায় অংশ নেবেন জনপ্রিয় শিল্পী সায়ান, পারসা মাহজাবিন, এলিটা করিম এবং ব্যান্ডদল ইলা লা লা, এফ মাইনর, সমগীত।

অনুষ্ঠানের শেষ পর্বে থাকবে ড্রোন শো, যা জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডের উপর ভিত্তি করে নির্মিত। শো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে “জুলাই কন্যাদের” প্রতিরোধের গর্জন প্রতিধ্বনিত হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নারীদের অংশগ্রহণ বিশেষভাবে প্রত্যাশা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *