
রাজধানীর মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করেছে বাহিনীটি। এক সংবাদ সম্মেলনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।”
তিনি জানান, ৯ জুলাই বিকেল ৫:৫০ মিনিটে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের বাইরে একদল সন্ত্রাসীর হামলায় নিহত হন। কিন্তু সেই সময় আনসার সদস্যদের সেখানে ডিউটি ছিল না।
ডিজি বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে রোস্টার তৈরি করে, আনসার সদস্যরা সে অনুযায়ী দায়িত্ব পালন করেন। ঘটনাস্থলে আনসার সদস্য মোতায়েন ছিল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। হত্যাকাণ্ডের সময় কোনো আনসার সদস্য ডিউটিতে ছিলেন না।”
তিনি আরও বলেন, “ঘটনার সময় শত শত মানুষ উপস্থিত ছিলেন, কিন্তু কেউই আনসার ক্যাম্পে বা প্লাটুন কমান্ডারকে খবর দেননি। ঘটনাস্থল ব্যারাকের পেছনের দিকে হওয়ায় তাৎক্ষণিকভাবে কারও জানার সুযোগও ছিল না।”
এছাড়াও ডিজি অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আনসার সদস্যদের নিরস্ত্রভাবে দায়িত্ব পালন করতে হয়, যা নিরাপত্তা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাছাড়া ৩ নম্বর গেটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়নি।
তিনি বলেন, “একটি পেশাদার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার দুঃখজনক এবং হতাশাজনক।”