
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজারে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাকে কেন্দ্র করে দলীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হন এবং ৫০টিরও বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সংঘর্ষের ঘটনাটি ঘটে শুক্রবার (১১ জুলাই) রাতের দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমান একটি আলোচনা সভার আয়োজন করেন, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার সমর্থক দলের সদস্যদের সঙ্গে কর্নেল গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা মেহেদী হাসান মানিক, বিএনপি সদস্য মহসীন আলী শাহসহ অনেকে আহত হন। এ সময় প্রায় ৫০টিরও বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ঘটনার সময় সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।