শাপলা প্রতীক বাদ, নির্বাচন কমিশনে এনসিপির আপত্তি

শাপলা প্রতীক বাদ, নির্বাচন কমিশনে এনসিপির আপত্তি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের প্রতীক তালিকা থেকে ‘শাপলা’ বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে আজ নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে প্রতিনিধি দল পাঠিয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সকাল ১১টায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম আলোচনায় অংশ নেন।

গত সপ্তাহে ইসি ১১৫টি নির্বাচনী প্রতীকের তালিকা চূড়ান্ত করে, যাতে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত ছিল না। আইন মন্ত্রণালয়ে এই প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে ভেটিংয়ের জন্য। এনসিপি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছে, শাপলা প্রতীক নিয়ে তাদের পূর্ব আবেদন ও আলোচনার বিষয়টি উপেক্ষা করা হয়েছে।

এর আগে, গত ২২ জুন এনসিপি শাপলা প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করে। একইভাবে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য দলটিও ১৭ এপ্রিল একই প্রতীক দাবি করে। দুই দলই একাধিকবার শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।

বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত। বাকি প্রতীকগুলো বরাদ্দ দেওয়া হবে স্বতন্ত্র প্রার্থী ও নবনিবন্ধিত দলগুলোর মাঝে।

এনসিপির প্রতিনিধি দল জানিয়েছে, প্রতীক বিতর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দলীয় স্বার্থ উপেক্ষা করেছে। কমিশনকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *