পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি, মূল্য জানাতে নারাজ বিসিবি

পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি, মূল্য জানাতে নারাজ বিসিবি

বাংলাদেশের ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে শুরুতে কিছু অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সেটি বিক্রি হয়েছে। যদিও এই চুক্তির আর্থিক দিকটি এখনই প্রকাশ করতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১২ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, “সম্প্রচার স্বত্ব নিয়ে কিছুটা জটিলতা ছিল, তবে এখন সব কিছু চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাজ্যের চারটি কোম্পানির সঙ্গে আলোচনা করে স্বত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রথমে নির্ধারিত অর্থ পাওয়া যাচ্ছিল না, তাই যারা আগ্রহ দেখিয়েছে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আলাদা জোন ভাগ করে দেওয়া হয়েছে যাতে সর্বোচ্চ মূল্য পাওয়া যায়। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি।”

বিডিং প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অর্থ না পাওয়ার বিষয়েও স্পষ্ট করে তিনি বলেন, “বিডিং ছিল অনেক কম। পরে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে কাছাকাছি মূল্যে দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত অঙ্কটা আমরা পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো।”

সম্প্রচারে আগ্রহ কমে যাওয়ার পেছনে বাংলাদেশ দলের পারফরম্যান্সকে আংশিক কারণ হিসেবে দেখছেন বিসিবির এই পরিচালক। তার ভাষায়, “সাম্প্রতিক পারফরম্যান্স নিশ্চয়ই একটা প্রভাব ফেলেছে। তাছাড়া দেশে এখন খেলাধুলার পরিবেশ ও আগ্রহের ধরণেও পরিবর্তন এসেছে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের পক্ষ থেকে একটু দেরি হয়েছে প্রস্তুতির ক্ষেত্রে, সেটাও স্বীকার করছি। তবে আগামী সিরিজগুলোতে আগেভাগেই টেন্ডার প্রক্রিয়া শেষ করার চেষ্টা করবো।”

উল্লেখ্য, এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সম্প্রচারের স্বত্ব বিক্রি না হওয়ায় শেষ পর্যন্ত খেলা সম্প্রচার করে সরকারি চ্যানেল বিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *