
শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব দ্য ডেফ (বিএনএফডি) একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় চালু হয়েছে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আগামী এক বছরের মধ্যে ১০০ নারীকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
গত ৩০ জুন রাজধানীর বিজয়নগরে বিএনএফডির প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর এবং বিএনএফডির প্রশাসক মো. মোশাররফ হোসেন স্বাক্ষর করেন।
এই প্রশিক্ষণ কেন্দ্রটি ব্র্যাক ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) প্রোগ্রাম ‘অপরাজেয় আমি’-এর অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারী নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে, যাতে তারা নিজের ঘরে বসেই পণ্য উৎপাদন শুরু করতে পারেন অথবা পোশাক শিল্পে কাজের সুযোগ পান।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (কার্যনির্বাহী) তারেক রেফাত উল্লাহ খান এই উদ্যোগ নিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি, সত্যিকারের আর্থিক অন্তর্ভুক্তি তখনই সম্ভব, যখন সমাজের প্রান্তিক মানুষদের দক্ষ করে তোলা যায়।”
বিএনএফডির প্রশাসক মো. মোশাররফ হোসেন বলেন, “এই প্রকল্প আমাদের শ্রবণ ও বাকপ্রতিবন্ধী নারীদের জন্য একটি বাস্তবভিত্তিক ও কার্যকর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করবে। এতে তারা আত্মবিশ্বাস ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবে।”
এই উদ্যোগের মাধ্যমে শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্রই গড়ে তোলা হয়নি, বরং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এমন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানানো হয়েছে।