
জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশের সম্প্রচারব্যবস্থা যুগোপযোগী করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, কেবল টিভি ডিজিটালাইজেশন, টিআরপি সেবা এবং ওটিটি প্ল্যাটফর্ম সংক্রান্ত কার্যক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে স্পষ্ট ভূমিকা ও সমন্বয়ের প্রয়োজন রয়েছে। এলোকেশন অব বিজনেস অনুযায়ী দায়িত্ব নির্ধারণ করে এ বিষয়ে যৌথভাবে অগ্রসর হতে হবে।
বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের আলোচ্য বিষয় ছিল কেবল টিভি ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা প্রদান এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম সংক্রান্ত নীতিমালা প্রণয়ন।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সম্প্রচারব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে একটি সুস্পষ্ট প্রযুক্তি মূল্যায়ন পরিকল্পনা তৈরি করতে হবে। এতে লাইসেন্সিং, মনিটরিং ও মনিটাইজেশনের বিষয়গুলো দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে নির্ধারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অ্যাটকো ও কোয়াবের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।