উত্তরায় ভুয়া ‘অর্গানিক হেয়ার অয়েল’ উৎপাদনে ১ লাখ টাকা জরিমানা

উত্তরায় ভুয়া ‘অর্গানিক হেয়ার অয়েল’ উৎপাদনে ১ লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় ক্ষতিকর উপাদান দিয়ে ‘অর্গানিক হেয়ার অয়েল’ নামে একটি তেলসহ বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি ও বিক্রির অভিযোগে মাউন্টেন কনজ্যুমার লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মোঃ আল ইমরান। এ সময় তার সঙ্গে দক্ষিণখান থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের তৈরি পণ্যে ‘অর্গানিক’ ও ‘নিরাপদ’ বলে প্রচারণা চালালেও বাস্তবে এসব প্রসাধনীতে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছিল। ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং লাইসেন্স ও মান নিয়ন্ত্রণ সনদের ঘাটতির কারণে এ জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটি অনুমোদনহীনভাবে কসমেটিকস উৎপাদন ও বাজারজাত করছিল। জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

ডিএমপি’র পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়, পণ্য কেনার আগে যথাযথ অনুমোদন ও মানচিহ্ন রয়েছে কিনা তা যাচাই করে নেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *