
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজ অসাধারণ ফলাফল অর্জন করেছে। মোট ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭১ জন পেয়েছে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫। পাসের হার ১০০ শতাংশ, আর জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯.১৩ শতাংশ— যা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নজিরবিহীন।
গত বছরের (২০২৪) তুলনায় সামান্য ভিন্ন হলেও এবারের ফলাফলেও ক্যাডেট কলেজগুলো তাদের ঐতিহ্য বজায় রাখতে সক্ষম হয়েছে। ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্তির হার ছিল ৯৯.৬৭ শতাংশ।
ক্যাডেট কলেজগুলো পরিচালিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের তত্ত্বাবধানে। এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফলের ওপর নির্ভর করে না বরং শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও শৃঙ্খলা সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই মুখ্য লক্ষ্য।
এই অভূতপূর্ব সাফল্যের পেছনে রয়েছে ক্যাডেটদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, অনুশাসনময় আবাসিক পরিবেশ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতা।
ক্যাডেট কলেজগুলোর এমন ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, সুশৃঙ্খল ও লক্ষ্যভিত্তিক শিক্ষাব্যবস্থাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।