
সরকারি কর্মকাণ্ডে ব্যবহৃত প্রটোকল নির্দেশিকা পর্যালোচনার লক্ষ্যে উপদেষ্টা পরিষদ একটি বিশেষ কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চালু থাকা একটি বিতর্কিত প্রটোকল অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “স্যার” সম্বোধনের নির্দেশ ছিল। এই চর্চা পরে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, যা বহু সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকের কাছে অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ বলে বিবেচিত হয়ে আসছিল।
বৈঠকে এই অনুশীলনটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। একইসাথে, মন্ত্রিসভা কর্তৃক গৃহীত অন্যান্য প্রটোকল ও সম্মানী সংক্রান্ত নির্দেশনাসমূহের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা যাচাই করতে একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে রয়েছেন শক্তি, সড়ক ও রেল উপদেষ্টা ড. এম. কে ফউজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁদেরকে আগামী এক মাসের মধ্যে একটি বিস্তারিত পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে, যাতে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ থাকবে।
সরকারি কর্মকর্তাদের মর্যাদা, সংবেদনশীলতা এবং পেশাদার আচরণ নিশ্চিত করতে এই উদ্যোগকে সময়োপযোগী হিসেবে দেখা হচ্ছে।