
ফেনী ও নোয়াখালী জেলায় সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টারা বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভায় জানানো হয়, ফেনীর মুসাপুর রেগুলেটর এবং বামনি ক্লোজার প্রকল্পের নকশা চূড়ান্ত করার কাজ চলছে। পাশাপাশি, ফেনী জেলায় একটি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নোয়াখালী জেলার খাল ও ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক করতে অবমুক্তকরণ কার্যক্রমের প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
সভায় জানানো হয়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ, তীর প্রতিরক্ষা এবং পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার কাজ চলমান রয়েছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন উপদেষ্টারা।
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গত এলাকাগুলোতে জরুরি ত্রাণ বিতরণ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন ও ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম চালু রয়েছে। পরবর্তী ধাপে পুনর্বাসন প্রক্রিয়া ও ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে কাজ চলছে।
সভায় চলমান দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় রেখে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা।