
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিকাশ, নগদ ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই সদস্য বিশিষ্ট একটি চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা মো. ওসামন গনি (২১) এবং মো. ফরহাদ আহম্মদ (২২)।
সাম্প্রতিক সময়ে নগদ ও বিকাশ এজেন্টদের টার্গেট করে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা মহানগর গোয়েন্দা বিভাগকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশের প্রেক্ষিতে ডিবি তৎপর হয়ে ওঠে এবং অভিযানে নামে।
গোয়েন্দা সূত্র জানায়, গত ৮ জুলাই প্রতারকরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে কৌশলে পিন নম্বর সংগ্রহ করে। পরে এই পিন ব্যবহার করে মোবাইল ফোনে একাধিক লেনদেনের মাধ্যমে দোকানদারদের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয় তারা।
ভুক্তভোগী সৌরভ রায় শুভ ও মো. সাইদুর রহমান জানান, মদিনা মার্কেট ও শাহজালাল গেইটে অবস্থিত তাদের দোকান থেকে প্রতারকেরা যথাক্রমে ৩০,০০০ টাকা ও ৪৯,০০০ টাকা আত্মসাৎ করে।
গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম অভিযান চালিয়ে ৯ জুলাই বিকেল সাড়ে ৪টায় শাহজালাল (র.) মাজার এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
- ৩টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন (স্যামসাং, ভিভো, অনার),
- ২টি বাটন ফোন,
- নগদ ৪০,৫৪০ টাকা,
- এবং ১২টি মোবাইল ফোনের সিমকার্ড।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।