
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনী জেলায়। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ।
আবহাওয়াবিদ জানান, দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, এবং আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস:
বুধবার (৯ জুলাই)
রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১০ জুলাই)
সারাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং তাপমাত্রাও কিছুটা বাড়বে।
শুক্রবার (১১ জুলাই)
চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য বিভাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।
শনিবার (১২ জুলাই)
প্রায় সব বিভাগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার ধরনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।