
নাটোরে অনুষ্ঠিত গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বিএনপি এবং আওয়ামী লীগ একে অপর থেকে নির্বাচন শিখেছে। তারা একই গাছের দুটি ডাল, একই মুদ্রার দুই পিঠের মতো। ৭০-৭১ সালের একই মহলের লোক তারা।
ফয়জুল করীম বলেন, “আমরা ১৯৯০ সালের জুলাই আন্দোলনে সরাসরি রাজপথে ছিলাম, বুলেটের মুখোমুখি হয়েছি। তাই দেশের প্রতি আমাদের বেশি দরদ। যারা বিদেশে ছিলেন, তাদের এরকম দরদ বা ব্যথা থাকতে পারে না। রাস্তায় যারা ছিল, শুধু তারাই কথা বলার অধিকার রাখে। যারা ছিল না, তাদের জেলখানায় থাকতে হয়েছে।”
তিনি ধর্ষক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা কখনোই এই ধরনের অপরাধীদের জন্য সুযোগ করে দিতে চাই না। দেশকে অবহেলা করা চলবে না। যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচু করে দাঁড়াতে পারে, তারা চাঁদাবাজ-ধর্ষকদের সামনে ও দাঁড়াতে সক্ষম।”
ফয়জুল করীম আরও বলেন, “দীর্ঘ দিন ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করেনি। বিএনপিও সফল হয়নি। এবারই ইসলামী দলগুলোকে ক্ষমতায় এনে পরীক্ষা করার সময়। আমরা কাজ করতে না পারলে আর ভোট চাইব না। চোর-ধর্ষকরা ক্ষমতায় এলে দেশ দুর্নীতির শিকার হবে।”
তিনি বলেন, “ইসলামী অর্থনীতি গরিবদের উন্নয়নের মাধ্যম। ইসলামী অর্থনীতি কার্যকর হলে আগামী পাঁচ থেকে দশ বছরে গরিবরা দরিদ্র সীমার ওপরে উঠতে পারবে।”
সমাবেশ শেষে আগামী জাতীয় নির্বাচনে নাটোরের সংসদীয় আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এ সময় দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।