মিলানে উড়োজাহাজের ইঞ্জিনে টেনে নিয়ে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, ফ্লাইট সাময়িক বন্ধ

মিলানে উড়োজাহাজের ইঞ্জিনে টেনে নিয়ে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, ফ্লাইট সাময়িক বন্ধ

ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানের বেরগামো বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টা ৩৫ মিনিটে স্পেনগামী একটি ফ্লাইট উড্ডয়নের প্রস্তুতির সময় এক ব্যক্তি হঠাৎ করে দৌড়ে রানওয়েতে চলে যান এবং উড়োজাহাজের ইঞ্জিনের টানে ভিতরে ঢুকে পড়েন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তি কোনো যাত্রী কিংবা বিমানবন্দরের কর্মী নন। তিনি জোরপূর্বক নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে জরুরি বহির্গমন পথ ব্যবহার করে রানওয়েতে ঢুকে পড়েন। নিরাপত্তারক্ষীরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনার সময় স্পেনের আস্তুরিয়াসগামী একটি ভোলোটিয়া ফ্লাইট রানওয়েতে ছিল। ফ্লাইটরাডার২৪ সূত্রে জানা যায়, ফ্লাইটটি ছিল একটি এয়ারবাস A319 মডেলের বিমান।

ভোলোটিয়া কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, নিহত ব্যক্তি তাদের কোনো যাত্রী বা কর্মী ছিলেন না। বিমানে থাকা ১৫৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিরাপদে রয়েছেন। যাত্রীদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

এই দুর্ঘটনার পরপরই বেরগামো বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে দুপুরের পর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে পুনরায় চালু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *