
পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সোহেলকে (৪৫) পশ্চিমবঙ্গ পুলিশ আটক করেছে। সোমবার রাতে অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার হরিরামপুর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন এবং জানান যে তার বাড়ি পাবনা সদরের কাছারিপাড়া গ্রামে।
সোহেল জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি রাজনৈতিক কারণে হুমকি এবং নিপীড়নের শিকার হচ্ছেন। তাঁর ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। যেহেতু শেখ হাসিনা ভারতে থাকছেন, সেহেতু তিনি নিজেও নিরাপত্তার কারণে ভারতে গেছেন এবং রাজনৈতিক আশ্রয় নিতে সেখানে অবস্থান করছেন।
গ্রেপ্তারের পর থেকে ভারতীয় সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
জেলা পরিষদের সূত্রে জানা যায়, সোহেল স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে যুক্ত হলেও কোনো পদে ছিলেন না। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন।