
ভারতের সরকার ২ হাজারের বেশি ফেসবুক, টুইটার মতো সোশ্যাল মিডিয়ার একাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে। এর মধ্যে ছিল আন্তর্জাতিক সংবাদসংস্থা রায়টার্সের দুইটি একাউন্টও।
এর ফলে X নামের সোশ্যাল মিডিয়া কোম্পানি (যা আগে টুইটার নামে ছিল) খুব চিন্তিত হয়ে পড়েছে। পরে তারা ওই বন্ধ করা একাউন্টগুলো আবার চালু করেছে।
ভারত সরকার বলছে, তারা এই একাউন্টগুলো ব্লক করার কোনো নতুন আদেশ দেয়নি, আর রায়টার্সের একাউন্টও খুলতে বলেছে।
ভারতের আইন অনুযায়ী, সরকার মনে করলে কোনো পোস্ট দেশের নিরাপত্তা বা আইনের বিরুদ্ধে, তাহলে তারা সেই পোস্ট বা একাউন্ট বন্ধ করার আদেশ দিতে পারে।
তবে অনেকেই মনে করছে, ভারতে বাক স্বাধীনতা খুব কমে গেছে। অনেক সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় যাতে বিক্ষোভ বা সমস্যা ছড়ায় না।
X বলছে, তারা আইন মেনেই কাজ করতে চায়, কিন্তু ভারতীয় আইন অনেক সময় বাধা দেয়। তাই তারা আদালতের সাহায্য নেওয়ার কথাও বলেছে।