২০২৫ পর্যন্ত চলবে ‘তারুণ্যের উৎসব’, যুক্ত হচ্ছে আন্তর্জাতিক পর্যায়

২০২৫ পর্যন্ত চলবে 'তারুণ্যের উৎসব', যুক্ত হচ্ছে আন্তর্জাতিক পর্যায়

দেশে তারুণ্যকে কেন্দ্র করে গঠিত ‘তারুণ্যের উৎসব’-এর সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ ২৫টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উৎসবের আন্তর্জাতিক প্রসারে ‘গ্লোবাল ইয়ুথ সামিট’ আয়োজন এবং সার্কসহ বিভিন্ন আঞ্চলিক সংস্থাকে সম্পৃক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব তরুণদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও আত্মনির্ভরতার চেতনা জাগিয়ে তুলছে।

প্রথম ধাপে আয়োজিত ১৩ হাজার ৭১১টি ইভেন্টে সরাসরি অংশগ্রহণ করেছেন ৭১ লাখ ৬৬ হাজারের বেশি তরুণ-তরুণী, যার মধ্যে নারী ছিলেন প্রায় ২৭ লাখ।

নারীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের সংখ্যা ছিল ২,৯৩১টি। জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত আয়োজন করা হয় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট।

‘তারুণ্যের উৎসব ২০২৫’ প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং ২৬টি মন্ত্রণালয়ের সমন্বয়ে বাস্তবায়িত হচ্ছে। উদ্দেশ্য—তরুণদের উদ্যোক্তা ও জাতীয় সম্পদে রূপান্তর করে দেশকে এগিয়ে নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *