পিআর নয়, চাই জনগণের সরকার: শামসুজ্জামান দুদু

পিআর নয়, চাই জনগণের সরকার: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের মর্যাদা নিশ্চিত করতে হলে দেশে একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি বলেন, যারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

জাতীয় প্রেস ক্লাবে “দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন” আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “নির্বাচনের পক্ষে এখনই মাঠে নামা উচিত, এটাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান।”

তিনি আরও বলেন, যারা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই এখন নির্বাচন ব্যবস্থাকে অন্য পথে নিতে চায়। পিআর পদ্ধতির মতো অপ্রাসঙ্গিক প্রস্তাব দিয়ে তারা বিএনপির ঘাড়ে দায়িত্ব চাপাতে চায়, যা জনগণের কোনো সমর্থন পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, এই আন্দোলন মাত্র জুলাই-আগস্টের নয়, এটি ১৫-১৬ বছরের দীর্ঘ এক সংগ্রামের ফসল। দেশের স্বাধীনতা ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার এই লড়াই এখনও শেষ হয়নি।

তিনি আরও বলেন, “যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, তারা জাতীয় বীর। তাদের সম্মান জানাতে হলে এখনই নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে এম রকিবুল ইসলাম রিপন। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সুব্রত চৌধুরী, ফারুক রহমান, এস কে সাদীসহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *