সুনামগঞ্জ, ৮ জুলাই ২০২৫:

প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও অবৈধ পাথর মজুদের বিরুদ্ধে সরকার নেওয়া কঠোর অবস্থানের অংশ হিসেবে আজ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান, এর মাধ্যমে অভিযানে প্রায় ৫,৪৯৩ ঘনফুট অবৈধ পাথর জব্দ করা হয়। আনুমানিক বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ লাখ ১২ হাজার ৩৫ টাকায়। যদিও উপস্থিত সময়ে মজুদকারীরা না পাওয়া গেলেও, জব্দকৃত পাথর স্থানীয় ইউপি সদস্যের দখলে হস্তান্তর করা হয়েছে।
পাথরগুলো বাংলাদেশ মাইনিং ডেভেলপমেন্ট কর্পোরেশন (BMDC) দ্বারা যথাযথ আইনি প্রক্রিয়ায় নিলামে তোলা হবে।
সরকার নিয়মিত ঘোষণা করেছে যে, প্রাকৃতিক সম্পদের অবৈধ উত্তোলন ও মজুদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে — এবং আজকের অভিযান সেই ঘোষণা বাস্তবায়নেরই অংশ।