
রাজধানীর মিরপুর এলাকার পশ্চিম মনিপুরে একটি বাসায় চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) এবং মো. ইসমাইল হোসেন (২৪)।
পুলিশ জানায়, রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে ৮-১০ জনের একটি দল মনিপুরের ‘প্রতীক ভিলা’ নামক একটি বাসায় হামলা চালায়। তারা বাসার বাসিন্দাদের জিম্মি করে রাজনৈতিক স্লোগান দিতে দিতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে বাসিন্দারা ৫ লাখ টাকা চাঁদা দেয়।
ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর, সোমবার (৭ জুলাই) রাত ৩টার দিকে পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। তাদের হেফাজত থেকে ১৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মিরপুর মডেল থানায় এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।