চীনা অ্যাপে তথ্য ঝুঁকি: তাইওয়ান নাগরিকদের সতর্ক করলো জাতীয় নিরাপত্তা ব্যুরো

চীনা অ্যাপে তথ্য ঝুঁকি: তাইওয়ান নাগরিকদের সতর্ক করলো জাতীয় নিরাপত্তা ব্যুরো

তাইওয়ানের জাতীয় নিরাপত্তা সংস্থা সম্প্রতি সতর্ক করেছে যে, চীনে তৈরি বেশ কয়েকটি জনপ্রিয় মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অতিরিক্ত পরিমাণে সংগ্রহ করে সরাসরি চীনের সার্ভারে পাঠাচ্ছে। এসব অ্যাপের মধ্যে রয়েছে রেডনোট, উইবো, টিকটক, উইচ্যাট এবং বাইদু ক্লাউড।

তাইওয়ান কর্তৃপক্ষের অনুসন্ধানে জানা গেছে, এসব অ্যাপ ব্যবহারকারীর অনুমতি ছাড়াই মোবাইলের স্ক্রিনশট, যোগাযোগের তালিকা, অবস্থান এবং অন্যান্য অ্যাপের তথ্য সংগ্রহ করছে। এমন তথ্য সরবরাহের ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা ঝুঁকিতে পড়ছে।

বিশ্লেষণে দেখা গেছে, রেডনোট অ্যাপ নিরাপত্তার ১৫টি সূচকের সবটিতেই সমস্যা রয়েছে। উইবো ও টিকটক অ্যাপগুলো ১৩টি সূচকে, উইচ্যাট ১০টি এবং বাইদু ক্লাউড ৯টি সূচকে নিরাপত্তা লঙ্ঘন করেছে।

চীনা আইন অনুসারে, নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে এসব অ্যাপ কর্তৃপক্ষকে ব্যবহারকারীর তথ্য দিতে বাধ্য। তাইওয়ানের নিরাপত্তা সংস্থা বলছে, এর ফলে তথ্য অপব্যবহারের ঝুঁকি বেড়ে যায় এবং এটি দেশের নিরাপত্তার জন্যও উদ্বেগজনক।

তাইওয়ান সরকার নাগরিকদের এসব অ্যাপ ব্যবহারে সাবধান থাকার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *