
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাটকীয়ভাবে সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-১ ব্যবধানে ফিরেছে টাইগাররা।
শ্রীলঙ্কার সামনে ২৪৯ রানের লক্ষ্য ঠিক করেছিল বাংলাদেশ। জবাবে লঙ্কানরা ৪৬.১ ওভারে অলআউট হয়ে থামে ২৩২ রানে। তানভীর ইসলাম ছিলেন ম্যাচের নায়ক; অসাধারণ বোলিংয়ে তুলে নেন ৫টি উইকেট, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার।
প্রথম ওভার থেকেই শ্রীলঙ্কাকে চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। তানজিম সাকিবের বলে এলবিডব্লিউ হন পাথুম নিসাঙ্কা। এরপর কিছুক্ষণ রান তুলতে থাকলেও তানভীর ইসলাম থামান কুশল মেন্ডিস ও মাদুশকার ঝড়। এরপর আসালাঙ্কা, কামিন্দু, ভেল্লালাগে এবং থিকসানাকে ফিরিয়ে একাই ধস নামান এই বাঁহাতি স্পিনার।
এক পর্যায়ে লঙ্কানদের রানের গতি কমিয়ে দেয় বাংলাদেশি বোলাররা। তবে লিয়ানাগে একপ্রান্ত আগলে রেখে কিছুটা লড়াই করেন। তিনি ৭৮ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ দিকে মুস্তাফিজুর রহমান তার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন।
এর আগে ব্যাট হাতে বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৭ রান ও তাওহিদ হৃদয় ৫৬ রান করেন। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত স্কোর গড়তে পারেনি দলটি। শেষ দিকে তানজিম সাকিব ৩৩ রান করে দলের সংগ্রহ কিছুটা বাড়াতে সাহায্য করেন। বাংলাদেশ অলআউট হয় ২৪৮ রানে।
শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো পান ৪টি উইকেট, হাসারাঙ্গা ৩টি উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিতে ভূমিকা রাখেন।
এই জয়ের ফলে সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, যেখানে সিরিজ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।