
রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় অতিক্রম করে শেষ হয় ইসকন মন্দির, স্বামীবাগে।
রথযাত্রার এই বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে ঢাকাবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট এলাকা, প্রেসক্লাব, পল্টন, বায়তুল মোকাররম, শাপলা চত্বরসহ নানা পথ অতিক্রম করে। পুরো রুট জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের সুশৃঙ্খল ও পেশাদার ভূমিকার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়।
এর আগে ২৭ জুন ২০২৫ থেকে রাজধানীজুড়ে শুরু হয় রথযাত্রা উৎসব। ইসকন মন্দির কর্তৃপক্ষ নয় দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন করে এ উপলক্ষে। পুরো উৎসব চলাকালে ডিএমপি নগরবাসীর নিরাপত্তায় নিশ্চিদ্র ব্যবস্থা গ্রহণ করে, যা ভক্তদের মধ্যে স্বস্তি ও প্রশংসা অর্জন করে।