
নোয়াখালী, ৩ জুলাই ২০২৫:
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুদকের টিম রোগীদের কাছ থেকে ডায়ালাইসিস এবং মেডিকেল টেস্টে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে সরেজমিনে তদন্ত করে। কিডনি ইউনিটে ক্যাথেটার ও ফিস্টুলা স্থাপন, এবং প্যাথলজি ল্যাবে বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়।
দুদকের টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদ করলে তিনি এসব অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।
অভিযানের সময় সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম একটি বিশদ প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করবে।
উল্লেখ্য, জনসাধারণের জীবনরক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ধরনের অনিয়মকে দুদক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।