ঢাকা, ৩ জুলাই ২০২৫:

নতুন অর্থবছরের শুরুতে দেশে চাল ও গমের মোট মজুদ দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৪ হাজার মেট্রিক টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি।
খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৪ সালের ১ জুলাই দেশের গুদামগুলোতে চাল ও গম মিলিয়ে মজুদ ছিল ১৪ লাখ ৭৩ হাজার টন। এর মধ্যে চাল ছিল ১০ লাখ ৬০ হাজার টন এবং গম ৪ লাখ ১৩ হাজার টন।
২০২৫ অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার টনে।
তবে, অভ্যন্তরীণ ও আমদানি উৎস থেকে সংগ্রহের চেয়ে বেশি পরিমাণে বিতরণ হওয়ায় গমের মজুদ কমে হয়েছে ২ লাখ ২৩ হাজার মেট্রিক টন।
মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মজুদের এ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।