
রিয়াদ, ২ জুলাই ২০২৫:
জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) এর মহাসচিব জাসেম আল-বুদাইভি জানিয়েছেন, খুব শিগগিরই জিসিসিভুক্ত দেশগুলোর জন্য একটি একীভূত পর্যটন ভিসা চালু করা হবে।
তিনি এই কথা বলেন জিসিসির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট বিভাগ প্রধানদের ৩৯তম সভায় বক্তব্য রাখতে গিয়ে। এই সময় তিনি যৌথ পর্যটন ভিসা বাস্তবায়নের জন্য সব পক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন।
আল-বুদাইভি বলেন, “এই উদ্যোগ উপসাগরীয় দেশগুলোর নেতৃবৃন্দের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।” তিনি আরও জানান, প্রাসঙ্গিক সংস্থাগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং বৈশ্বিক নিরাপত্তার চাহিদা মাথায় রেখে কাজ করে যাচ্ছে।
জিসিসি কী?
জিসিসি বা Gulf Cooperation Council হলো মধ্যপ্রাচ্যের ছয়টি আরব দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমান—এর একটি আঞ্চলিক জোট, যা ২৫ মে ১৯৮১ সালে গঠিত হয়।
এর উদ্দেশ্য হলো অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক সহযোগিতা জোরদার করা।