কলকারখানা শ্রমিকদের জন্য ১৬৩৫৭ হেল্পলাইন নতুন সংস্করণ চালু

কলকারখানা শ্রমিকদের জন্য ১৬৩৫৭ হেল্পলাইন নতুন সংস্করণ চালু

ঢাকা, ১৮ আষাঢ় (২ জুলাই):

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) শ্রমিক হেল্পলাইন ১৬৩৫৭ এর নতুন আপগ্রেডেড সংস্করণ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর শ্রম ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এএইচএম সফিকুজ্জামান।

শ্রম সচিব জানান, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় এই হেল্পলাইন যুগান্তকারী ভূমিকা রাখছে। গত ২০২৪-২৫ অর্থবছরে হেল্পলাইনের মাধ্যমে প্রাপ্ত ৬,১৯৬টি অভিযোগের মধ্যে ৪,৮৩৮টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। আপগ্রেডেড ভার্সন চালু হওয়ায় শ্রমিকদের দ্রুত ও বেশি সেবা প্রদান করা সম্ভব হবে।

টোল-ফ্রি নম্বর ১৬৩৫৭ সার্বক্ষণিক বিনামূল্যে সেবা দেয়। এখানে শ্রমিকরা বেতন-ভাতা, প্রসূতি সুবিধা, অন্যায় বরখাস্ত, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিক ও মালিকের বিরোধ, কর্মঘণ্টা, ছুটি, শিশুশ্রম প্রতিরোধসহ বিভিন্ন শ্রম বিষয়ক অভিযোগ জানাতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাইফের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, শ্রমিক সংগঠন ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *