নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক সিইসি নুরুল হুদার স্বীকারোক্তি

নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক সিইসি নুরুল হুদার স্বীকারোক্তি

রাষ্ট্রদ্রোহ ও ভুয়া নির্বাচনের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মতি জানান। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২২ জুন বিএনপি রাজধানীর শেরেবাংলা নগর থানায় আওয়ামী লীগ আমলে তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম, গুম, গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা দায়ের করে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজন প্রাক্তন সিইসিকে আসামি করা হয়।

মামলার পরদিন উত্তরা থেকে নুরুল হুদাকে বিক্ষুব্ধ জনতা ধরে পুলিশের কাছে তুলে দেয়। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৫ জুন মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন ধারা যুক্ত করা হয়।

মামলায় বলা হয়, অভিযুক্তরা সাংবিধানিক পদে থেকেও সংবিধান ও আচরণবিধি লঙ্ঘন করে ভোট কারচুপির মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *