
৩০ জুন ২০২৫ | মারাকেশ, মরক্কো
ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫ উপলক্ষে মরক্কোর মারাকেশ শহরে আয়োজিত আন্তর্জাতিক যুব সম্মেলনে অংশ নেন বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সফরের অংশ হিসেবে তিনি মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে দুই দেশের তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তোলা, সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণসহ চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষতা অর্জনে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
মরক্কোর মন্ত্রী বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে জানান, আসন্ন সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে তাঁর উপস্থিতি নিশ্চিত করবেন। তিনি জানান, দুই দেশের মাঝে যৌথভাবে তরুণদের উন্নয়নে কাজ করার ইচ্ছা রয়েছে এবং ভবিষ্যতে এমন উদ্যোগ আরও জোরদার করা হবে।
এ সফরে বাংলাদেশ প্রতিনিধি অন্যান্য ওআইসি সদস্য দেশের প্রতিনিধিদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং আন্তর্জাতিক যুব অগ্রগতিতে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন।