
মরক্কোর ঐতিহাসিক শহর মারাকেশে ৩০ জুন ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ২০২৫। এ বছরের আয়োজনে মূল লক্ষ্য ছিল কোভিড-পরবর্তী সময়ে মুসলিম বিশ্বে তরুণদের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও নেতৃত্ব বিকাশের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা।
অনুষ্ঠানে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী, নীতিনির্ধারক, যুবনেতা এবং কূটনীতিকেরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদ। তিনি তাঁর বক্তব্যে তরুণদের ক্ষমতায়ন, সামাজিক উদ্যোগ ও সংস্কৃতির মাধ্যমে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠানে নীতিনির্ধারণী আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, এবং অভিজ্ঞতা বিনিময়ের যৌথ আহ্বান ছিল বিশেষ আকর্ষণ। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ভবিষ্যৎ অংশীদারিত্বের ক্ষেত্র তৈরির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্মেলনের পাশাপাশি, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, জর্ডান, মৌরিতানিয়া, গাম্বিয়া ও জিবুতির মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসব আলোচনায় বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি, যুব নেতৃত্ব বিকাশ, ও সমন্বিত যুব নীতিমালার প্রশংসা করা হয়।
আলোচনায় উপদেষ্টা ওআইসি প্ল্যাটফর্মে যুবদের জন্য আরও জোরালো সহযোগিতা গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং আগত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইয়ুথ সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।