ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনীতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনীতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

মরক্কোর ঐতিহাসিক শহর মারাকেশে ৩০ জুন ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ২০২৫। এ বছরের আয়োজনে মূল লক্ষ্য ছিল কোভিড-পরবর্তী সময়ে মুসলিম বিশ্বে তরুণদের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও নেতৃত্ব বিকাশের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা।

অনুষ্ঠানে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী, নীতিনির্ধারক, যুবনেতা এবং কূটনীতিকেরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদ। তিনি তাঁর বক্তব্যে তরুণদের ক্ষমতায়ন, সামাজিক উদ্যোগ ও সংস্কৃতির মাধ্যমে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

অনুষ্ঠানে নীতিনির্ধারণী আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, এবং অভিজ্ঞতা বিনিময়ের যৌথ আহ্বান ছিল বিশেষ আকর্ষণ। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ভবিষ্যৎ অংশীদারিত্বের ক্ষেত্র তৈরির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্মেলনের পাশাপাশি, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, জর্ডান, মৌরিতানিয়া, গাম্বিয়া ও জিবুতির মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসব আলোচনায় বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি, যুব নেতৃত্ব বিকাশ, ও সমন্বিত যুব নীতিমালার প্রশংসা করা হয়।

আলোচনায় উপদেষ্টা ওআইসি প্ল্যাটফর্মে যুবদের জন্য আরও জোরালো সহযোগিতা গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং আগত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইয়ুথ সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *