
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
বিডা কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএ নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। বিজিএমইএ প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান এবং পরিচালক সামিহা আজিম।
বৈঠকে পোশাক শিল্পের চলমান সংকট—যেমন বৈশ্বিক অস্থিরতা, উচ্চ সুদহার, গ্যাস ও বিদ্যুৎমূল্য বৃদ্ধি—সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। শিল্পের টেকসই উন্নয়নে বিডার সহযোগিতা চান তিনি।
বৈঠকে বিজিএমইএ’র প্রধান প্রস্তাবনা:
- চট্টগ্রামে ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য প্রতীকী মূল্যে জমি বরাদ্দ
- একীভূত গার্মেন্টস জোন গঠন
- নবায়নযোগ্য জ্বালানি ও রিসাইক্লিং খাতে বিনিয়োগে নীতিগত সহায়তা
- কারখানায় সৌর প্যানেল স্থাপন ও বর্জ্য পুনর্ব্যবহার কার্যক্রমে সহযোগিতা
- ঋণ শ্রেণিকরণে গ্রেস পিরিয়ড ৩ মাস থেকে ৬ মাসে উন্নীতকরণ
- বন্ড নিরীক্ষা প্রক্রিয়া সহজ করা
- স্বতন্ত্র বস্ত্র ও পোশাক মন্ত্রণালয় গঠনের অনুরোধ
বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং জানান,
“অনতিবিলম্বে বিজিএমইএ ও বিডার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে।”
তিনি পোশাক শিল্পের জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য বিজিএমইএ’র প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।