বাংলাদেশে টেক্সটাইল বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিনিধি দল

বাংলাদেশে টেক্সটাইল বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিনিধি দল

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিদেশি বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে বিজিএমইএ সম্প্রতি ঢাকার বিজিএমইএ কমপ্লেক্সে একটি বি২বি ম্যাচমেকিং সেশন আয়োজন করেছে। এই আয়োজনে অংশ নেয় চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ টেক্সটাইল (সিসিসিপিটিটি) এর অধীনে ১৩টি প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধি।

বাংলাদেশে টেক্সটাইল বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিনিধি দল

চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ঝাং জিয়ান। সেশনটিতে বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক করেন চীনের প্রতিনিধিরা। আলোচনায় মানুষের তৈরি তন্তু (Man-Made Fiber – MMF), সবুজ টেক্সটাইল প্রযুক্তি, এবং হোম টেক্সটাইল নিয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

সেশনের প্রধান লক্ষ্য ছিল বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধির সুযোগ অন্বেষণ, কর্মসংস্থান তৈরি, এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময় সহজতর করা।

বিজিএমইএ অ্যাডমিনিস্ট্রেটর আনোয়ার হোসেন চীনা প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশে অ-তুলার পোশাক উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এমএমএফভিত্তিক পোশাক পণ্যের আন্তর্জাতিক বাজার বিশাল এবং দিনদিন বেড়েই চলেছে। বৈশ্বিক পোশাক রপ্তানিতে এমএমএফ পণ্যের অংশ উল্লেখযোগ্য।

বাংলাদেশ এই সেক্টরে মার্কেট শেয়ার বাড়াতে সক্রিয়ভাবে কাজ করছে, যা ভবিষ্যতে দেশের রপ্তানি আয়ের বহুমুখীকরণ ও শিল্প খাতের টেকসই উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

One thought on “বাংলাদেশে টেক্সটাইল বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিনিধি দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *