
লর্ডসের ঐতিহাসিক মাঠে গড়ল নতুন ইতিহাস। বহু কাঙ্ক্ষিত আন্তর্জাতিক শিরোপার খরা কাটিয়ে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ক্রিকেটের ‘সাদা পোশাকের রাজা’ এখন প্রোটিয়ারা।
প্রোটিয়াদের জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার এইডেন মার্করাম। তার অসাধারণ ১৩৭ রানের ইনিংস দলকে ইতিহাস গড়তে অনুপ্রাণিত করেছে। ব্যাট হাতে অবিচল থাকা এই ব্যাটার খেলেছেন ২০৭ বলের ম্যারাথন ইনিংস, হাঁকিয়েছেন ১৪টি চারের মার। সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছেন তিনি।
চতুর্থ দিনের শুরুতে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল মাত্র ৬৯ রান, হাতে ৮ উইকেট। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বাভুমা ও মার্করাম মাঠে নামেন। কিন্তু দিনের তৃতীয় ওভারেই ফিরে যান অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি ১৩৪ বলে ৬৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এরপর দ্রুতই আউট হন ট্রিস্ট্রিয়ান স্টাবস। ম্যাচে সাময়িক অনিশ্চয়তা সৃষ্টি হলেও মার্করাম একপ্রান্ত ধরে রেখে দলকে জয় এনে দেন। যদিও ব্যক্তিগতভাবে জয় দেখা হয়নি তার—তিনি আউট হন জয়ের ঠিক ৬ রান আগেই।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ২১২ রান, জবাবে দক্ষিণ আফ্রিকা থামে ১৩৮ রানে। দ্বিতীয় ইনিংসে অজিরা গুটিয়ে যায় ২০৭ রানে, ফলে জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্য পায় প্রোটিয়ারা।
এই জয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করল। দীর্ঘদিন ‘চোকার’ তকমা বয়ে বেড়ানো দলটি এবার শিরোপা হাতে তুলে নিল ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে।