
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের নতুন অফিস বেয়ারার নির্বাচন আজ শনিবার (১৪ জুন) সম্পন্ন হয়েছে।
উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই নির্বাচনে আটটি অফিস বেয়ারার পদের জন্য আটজন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। নির্বাচন বোর্ড মনোনয়নের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। যেহেতু মনোনয়ন দাখিলের পর কোনো পক্ষ থেকে আপিল করা হয়নি, তাই সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন এবং আশরাফ আহমেদ।
নতুন কমিটিতে যাঁরা নির্বাচিত হয়েছেন:
- সভাপতি: মাহমুদ হাসান খান
- প্রথম সহ-সভাপতি: সেলিম রহমান
- সিনিয়র সহ-সভাপতি: ইনামুল হক খান
- সহ-সভাপতি: মো. রেজোয়ান সেলিম
- সহ-সভাপতি (অর্থ): মিজানুর রহমান
- সহ-সভাপতি: ভিদিয়া অমৃত খান
- সহ-সভাপতি: মো. শিহাব উদ্দোজা চৌধুরী
- সহ-সভাপতি: মোহাম্মদ রফিক চৌধুরী
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন। একইসঙ্গে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আগামী ১৬ জুন ২০২৫ তারিখে উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবে।