কৈলাশটিলা গ্যাসফিল্ড পরিদর্শনে জ্বালানি উপদেষ্টা, বাসাবাড়িতে আর গ্যাস নয়

কৈলাশটিলা গ্যাসফিল্ড পরিদর্শনে জ্বালানি উপদেষ্টা, বাসাবাড়িতে আর গ্যাস নয়

গৃহস্থালিতে পাইপলাইনের গ্যাস সরবরাহে অপচয়ের কথা তুলে ধরে কঠোর অবস্থান নিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “সুযোগ থাকলে ঢাকার সব বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।” আজ শুক্রবার সিলেটের গোলাপগঞ্জে গ্যাসকূপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, “প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমছে। অথচ এলএনজি আমদানি বেড়ে যাচ্ছে। উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, গৃহস্থালি গ্যাস সংযোগ ভবিষ্যতে আর দেওয়া হবে না। তার ভাষায়, “কেয়ামত পর্যন্ত এই সুযোগ বন্ধ রাখা উচিত।” তবে গ্যাস উত্তোলনকারী এলাকাগুলোর বাসিন্দাদের জন্য সরকার স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে।

উপদেষ্টা এদিন পরিদর্শন করেন কৈলাশটিলা-৭ ও সিলেট-১০ গ্যাসকূপ, যেখান থেকে প্রতিদিন প্রায় ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। তিনি সকাল সাড়ে ৯টার দিকে কৈলাশটিলা গ্যাসফিল্ডের ৭নং কূপ এলাকা, বাপেক্সের রিগ বিজয়-১২ এবং ওয়ার্কওভার চলমান কূপ এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন—

  • জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ
  • বাপেক্স-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ
  • পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম
  • অতিরিক্ত সচিব মনির হোসেন
  • গ্যাস ফিল্ডের ডিজিএম ফারুক আহমদ
  • এমএসটি প্লান্টের ডিজিএম জাফর রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *