এয়ার ইন্ডিয়ার আরেক ফ্লাইটে বোমা হুমকি, জরুরি অবতরণ ফুকেটে

এয়ার ইন্ডিয়ার আরেক ফ্লাইটে বোমা হুমকি, জরুরি অবতরণ ফুকেটে

ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির পর বিমানের যাত্রা মাঝপথে থামিয়ে তা ফিরে আসে থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে। শুক্রবার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার AI379 ফ্লাইটটি থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে উড্ডয়ন করে। কিন্তু কিছুক্ষণ পর আন্দামান সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানে বোমা থাকার আশঙ্কায় জরুরি ভিত্তিতে তা ফুকেটে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে।

থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা ১৫৬ জন যাত্রী-কে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বোমা হুমকির বিস্তারিত তথ্য কিংবা বিমানে কোনো বিস্ফোরক পাওয়া গেছে কি না— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে, এই ঘটনার একদিন আগেই— বৃহস্পতিবার (১২ জুন) গুজরাটে এয়ার ইন্ডিয়ার AI171 ফ্লাইট ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের দুই মিনিট পরেই একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে। দুর্ঘটনায় নিহত হন অন্তত ২৯৪ জন।

একদিনের ব্যবধানে পরপর দুটি ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রী ও সংশ্লিষ্ট মহলে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ ও বিমান সংস্থাগুলোর নিরাপত্তা বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *