চাঁদপুরে জামাতের এমপি পার্থীর উপর সন্ত্রাসী হামলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

আব্দুর রহমান সাদিপ

চাঁদপুরে জামাতের এমপি পার্থীর উপর সন্ত্রাসী হামলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।


চাঁদপুর-১ (কচুয়া) আসনে সম্ভাব্য এমপি প্রার্থী, আলেমে দ্বীন মাওলানা মুহাদ্দিস আবু নছর আশরাফী উপর বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমীন মসজিদ থেকে শুরু হয়ে শহীদ মিনার, হাসান আলা স্কুল মাঠ হয়ে নতুন বাজার মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। এতে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ১১ জুন ঈদের পরে মাওলানা আশরাফী তাঁর নির্বাচনী এলাকার গোহাট ইউনিয়নে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে একটি কুচক্রী মহল সন্ত্রাসী হামলা চালায়। তারা বলেন, এসব ঘটনা প্রমাণ করে সমাজে এখনো রাজনৈতিক সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং প্রশাসনের প্রতি সতর্ক ও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি এড. মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমীর এড. শাহজাহান খান, সেক্রেটারি বেলায়েত হোসেন, সদর আমীর মাও. আফসার উদ্দিন মিয়াজী, শহর শিবির সভাপতি মহরম আলী, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, সন্ত্রাসী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতেই হবে। অন্যথায় শান্তিপ্রিয় জনগণকেই রুখে দাঁড়াতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *