
জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৪ জুন ২০২৫, শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্ট এলাকা ও তার আশপাশে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার আওতায় কার্যকর করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনের এলাকা।
ডিএমপি আরও জানিয়েছে, বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ বিভাগ।