নতুন যুগের বার্তা আদান-প্রদান: ইলন মাস্কের ‘XChat’ অ্যাপ চালু

নতুন যুগের বার্তা আদান-প্রদান: ইলন মাস্কের 'XChat' অ্যাপ চালু

বিশ্বখ্যাত প্রযুক্তিপতি ইলন মাস্ক চালু করেছেন ‘XChat’ নামের একটি সম্পূর্ণ নতুন প্রাইভেট কমিউনিকেশন অ্যাপ। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতেই এক্সচ্যাট নিয়ে এসেছে মাস্কের প্রতিষ্ঠান। এটি X প্ল্যাটফর্মের অংশ হিসেবেই কাজ করবে।

XChat অ্যাপে থাকছে বিটকয়েন স্টাইল এনক্রিপশন, স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া মেসেজ, এবং ফোন নম্বর ছাড়াই কাজ করার সুবিধাসহ ক্রস-প্ল্যাটফর্ম অডিও ও ভিডিও কলের মতো উন্নত ফিচার। ব্যবহারকারীদের চ্যাট নিরাপত্তা নিশ্চিত করতে চার ডিজিটের পাসকোডে সুরক্ষিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহৃত হচ্ছে।

বর্তমানে এটি বেটা ভার্সনে নির্দিষ্ট পেইড ইউজারদের জন্য চালু রয়েছে। ইলন মাস্ক জানিয়েছেন, XChat পুরোপুরি নতুন স্থাপত্যে তৈরি এবং ভবিষ্যতে X অ্যাপে মেসেজিং ছাড়াও পেমেন্ট, মিডিয়া শেয়ারিং ও ডেটিং সেবাও যুক্ত হবে।

এই উদ্ভাবন এমন এক সময়ে এসেছে, যখন হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তাদের নিরাপত্তা ফিচার উন্নত করার প্রক্রিয়ায় রয়েছে। হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ইতোমধ্যে ডিফল্ট ফিচার হিসেবে চালু হলেও, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম এখনো পুরোপুরি তা চালু করেনি।

XChat শুধু একটি চ্যাট অ্যাপ নয়, বরং এটি ইলন মাস্কের ‘সবকিছু এক অ্যাপে’ ধারণার বাস্তবায়নের প্রথম ধাপ। নতুন এই প্ল্যাটফর্ম প্রযুক্তি দুনিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *