ইবি থানার শীর্ষ সন্ত্রাসী লিপটনসহ ৪ জন গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার

ইবি থানার শীর্ষ সন্ত্রাসী লিপটনসহ ৪ জন গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন দুর্বাচারা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোররাতে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬টি বিদেশি পিস্তল, ১টি লং ব্যারেল গান, ১০টি পিস্তল ম্যাগাজিন, ৩৩ রাউন্ড ৯ এমএম অ্যাম্যুনিশন, ৫০ রাউন্ড ৭.৬২ এমএম গুলি, ৩৬ রাউন্ড ১২ বোর গুলি, ২১ রাউন্ড খালি কার্তুজ, ১০টি দেশীয় ধারালো অস্ত্র, ৩টি অস্ত্র পরিষ্কার করার কিট, ১টি পিস্তলের কভার, ৮টি শিল্ড ও ৬টি বল্লম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে পেশীশক্তি প্রদর্শন, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। অভিযান পরিচালনাকালে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতার তথ্য আইনশৃঙ্খলা বাহিনী বা নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *