
উত্তরার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
৬ জুন ২০২৫, বৃহস্পতিবার রাত রাজধানীর উত্তরা এলাকার চারটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর সদস্যরা উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেল, ১৮টি শটগানের কার্তুজ এবং দুটি ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করেন। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও গুলি তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়।