
সিলেটের উপশহরে অটোরিকশাচালক সুহেল আহমদ হত্যা মামলায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম আকরাম খান (৩০), যিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিলেটের লন্ডনী রোড, সুবিদবাজার এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, গত ১৫ মে সন্ধ্যায় সুহেল আহমদ অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন এবং উপশহর ডি-ব্লকে যাত্রী নামানোর সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা অটোরিকশা চুরির অপবাদ দিয়ে সুহেলকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় পালিয়ে পাশের একটি এলাকায় আশ্রয় নিলেও সেখানেও আবার হামলার শিকার হন তিনি। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও ২৫ মে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. সাবিনা বেগম শাহপরাণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং: এফআইআর-২৩, তারিখ: ২৭ মে ২০২৫। মামলাটি পেনাল কোডের ৩৯৪/৩০২ ধারা অনুযায়ী রুজু হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ জুন সন্ধ্যা ৭:৪৫ মিনিটে শাহপরাণ থানাধীন মেজরটিলা এলাকা থেকে ডিবি পুলিশের এসআই ইবাদুল্লাহ ও থানা পুলিশের যৌথ অভিযানে আকরাম খানকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।