
সিলেট-৬ সংসদীয় এলাকায় গত ১৭ বছরে সংঘটিত গুম, খুন এবং গুরুতর সহিংসতার শিকারদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে নিহত ও নিখোঁজদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও শিল্প বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমেদ। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কলিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন:
- হেলাল উদ্দিন, চেয়ারম্যান, বুধবারীবাজার ইউনিয়ন
- এমরান আহমদ জনতার, চেয়ারম্যান, ফুলবাড়ি ইউনিয়ন
- মাওলানা আবদুল জলিল, আহ্বায়ক, গোলাপগঞ্জ প্রেসক্লাব
- গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, উপদেষ্টা, সিলেট জেলা বিএনপি
- জাহাঙ্গীর চৌধুরী, সহ-সভাপতি, সিলেট মহানগর কৃষক দল
- এম. সাইফুর রহমান, প্রতিনিধি, সিলেট জেলা শ্রমিক দল
- দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক, গোলাপগঞ্জ পৌর বিএনপি
- এম. মামুন, সেক্রেটারি, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি
- মাওলানা আবদুল মালিক, জমিয়ত নেতা
- ফয়সাল আলম, সিনিয়র সাংবাদিক
অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এগিয়ে যাবে এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।