
সাংবাদিক ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম। ঈদুল আজহার পবিত্র উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
আজ আপনাদের সামনে আসার মূল কারণ হলো— আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জুবাইদা রহমান এবং তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নানা ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিচ্ছে।
এই প্রতারকচক্র কেবল এখানেই থেমে থাকেনি। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির অপব্যবহার করে এ দুজনের ছবি ও ভিডিও এডিট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব কাজের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই তাদের মূল লক্ষ্য বলে আমরা মনে করি।
বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ব্যর্থ হয়ে এখন এই চক্রটি পরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবনেও কুৎসিতভাবে আঘাত হানছে। ডাঃ জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান বরাবরই ভদ্র, মার্জিত এবং রাজনীতি থেকে দূরে থাকা ব্যক্তিত্ব। তাদের নামে সামাজিক মাধ্যমে কৃত্রিম উপায়ে তৈরি কনটেন্ট ছড়িয়ে দেওয়া কেবল নৈতিক স্খলনই নয়, এটি একটি ফৌজদারি অপরাধও বটে।
আমরা এই ধরণের গর্হিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—ডাঃ জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমানের নামে কোনো সময়েই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, এবং এখনো নেই। তাই তাঁদের নামে প্রচারিত যেকোনো পোস্ট বা মন্তব্য বিভ্রান্তিকর এবং মিথ্যা। আমরা দেশবাসীকে অনুরোধ করছি এসব ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার জন্য।